kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

অমর বাণী

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বার্থপরতার স্বভাব এই যে, সে ক্রমশ সংকীর্ণতার দিকে আকর্ষণ করে। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

ঈর্ষা, ক্রোধ ও ভয় জীবনের পরম শত্রু।

—স্কট

 

মনের কমনীয়তা ফলের সৌরভের মতো। 

—এ পয়নোলট

 

কৃপণের ধন উঠে আসে মাটির তলা থেকে, আর কৃপণ নিজে গিয়ে ঢোকে মাটির তলায়।

—শেখ সাদী

 

সময় হচ্ছে অনন্তের প্রতিবিম্ব।    

—ল্যারটিয়াস

 

পবিত্র প্রেমের সুগন্ধ অসীমতার পানে ধায়।

—বিষ্ণু দে

 

ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।  

—টেনিসন

 

সব সময় মনে রাখবে, শত্রু হাতের কাছেই রয়েছে।

—জন ব্রাইট

 

সাহস এমনই এক সম্পদ, যা দিয়ে সব ধরনের বিপদ ও দুর্যোগের মোকাবেলা করা যায়।    

—জাহানারা ইমাম

 

সাম্যবাদীরা একে অপরের আত্মীয়।

—রাহুল সাংকৃত্যায়ন

 

কৃপণ নিজের পেট ও পিঠ পকেটে ঢুকিয়ে রাখে।   

—টমাস ফুলার

 

সাহস হচ্ছে এক ধরনের মুক্তি।   

—প্লেটো

মন্তব্যসাতদিনের সেরা