kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযে সত্যের কোনো নিয়ম নেই, বন্ধন নেই, সে তো স্বপ্ন, সে তো খেয়াল; সে তো স্বপ্নের চেয়েও মিথ্যা, সে খেয়ালের চেয়েও শূন্য।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।  

—স্বামী বিবেকানন্দ

 

প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।   

—এমারসন

 

আমি সব সময় নিজেকে সুখী ভাবি। কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

—উইলিয়াম শেকসপিয়ার

 

যে লোক শুধু নিজের সম্পর্কে ভাবে সে অতিরিক্ত অশিক্ষিত।

—নিকোলাস মারে বাটলার

 

আমি তোমায় চোখ দিয়ে দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। 

—জন স্টিল

 

সতর্কতা হচ্ছে নিরাপত্তার জননী।     

—এডমন্ড বার্ক

 

যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।  

—শেখ সাদী

 

যিনি প্রতিভাবান, তিনি নিশ্চয় সত্যের পূজারি হবেন।  

—গ্যেটে

 

জীবন যাপনের মধ্য দিয়ে শিক্ষা লাভ করাই বাস্তব শিক্ষা।    

—ডিউই

 

মৃত্যুর কোনো সান্ত্বনা নেই।   

—ওয়াল্টার লিপম্যান

 

লোভে পাপ, পাপে মৃত্যু।   

—প্রবাদ

 

মন্তব্যসাতদিনের সেরা