kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

অমর বাণী

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকারও থাকে দাবি, কারও বা থাকে দায়; এই দুই নিয়ে সংসার।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিদ্রোহের ন্যায্যতা নির্ভর করে এর কৃতকার্যের ওপর।  

—টমাস বি রিড

 

আমাকে দেখে নয়, আমাকে জেনে বিচার করো।    

—বিয়ন

 

জগতে কোনো সম্পর্কই স্বার্থহীন নয়।  

—ডি এইচ লরেন্স

 

শ্রম বিনিয়োগের মাধ্যমে বেঁচে থাকার জন্য ঈশ্বর মানুষকে পৃথিবীটা দান করেছেন।    

—টমাস জেফারসন

 

অর্থ অনর্থের মূল।   

—লোক প্রবাদ

 

যেখানে জীবন আছে, আশা সেখানে থাকবেই।

—মার্কাস তুলিয়াস সিসেরো

 

কুৎসিত মনের থেকে কুৎসিত মুখ অনেক ভালো।     

—জমস ইলস

 

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।     

—জন এন্ডারসন

 

আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই।

—সুইফট

 

মানুষের বিশ্বাস হারানো উচিত নয়। মানবতা হলো মহাসমুদ্র, এর কোনো এক বিন্দু যদি দূষিতও হয়, সমুদ্র তাতে দূষিত হয় না।  

—মহাত্মা গান্ধী

 

মন্তব্যসাতদিনের সেরা