kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসমুদ্রের মহিমা এই যে, মানুষের কাজ সে করিয়া দেয়, কিন্তু দাসত্বের চিহ্ন সে গলায় পরে না।     

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমার কাছে স্বদেশপ্রেমের অর্থ মানবতার সেবা করা।  

—মহাত্মা গান্ধী

 

যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।  

—শেখ সাদি

 

কারো উপকার করতে না পারো তাতে ক্ষতি নেই; কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি কোরো না।     

—ডেল কার্নেগি

 

ক্ষমা প্রেমের চেয়েও বড়।    

 —মৈত্রেয়ী দেবী

 

এই সংসারই স্বর্গ, এই সংসারই নরক।     

—সৈয়দ সব্যসাচী

 

ক্ষুধা সব শিল্পের শিক্ষক, সব আবিষ্কারের আবিষ্কর্তা।

—পার্সিউস

 

হিংসা তোমাকে সর্বনাশের শেষ ধাপে নিয়ে যাবে।    

—এইচ জি ওয়েলস

 

সেই দিনটাই সবচেয়ে খারাপ, যে দিনটায় আমরা হাসতে পারি না।   

—চ্যামফোর্ট

 

প্রেমহীন হৃদয় কি পদবাচ্য? মরুভূমিকে কি নন্দনকানন বলা উচিত?

—নজম নদভি

 

পৃথিবীর শাস্তি হচ্ছে হীনম্মন্য হওয়া।  

—জুভেনাল

 

মন্তব্যসাতদিনের সেরা