kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

অমর বাণী

১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে।   

রবীন্দ্রনাথ ঠাকুর

 

স্বাস্থ্যই সম্পদ, সোনা বা রুপা নয়।  

মহাত্মা গান্ধী

 

হৃদয় ও মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো।

স্বামী বিবেকানন্দ

 

বিদ্যা মানুষের মনুষ্যত্ব বিকাশ সাধন করে।   

হেরাক্লিয়াস

 

শিল্প দীর্ঘস্থায়ী এবং সময় ক্ষণস্থায়ী।  

লং ফেলো

 

শিক্ষা আত্মার একটি চোখ।   

বেন জনসন

 

যে সত্যগুলো সর্বজনীন, সেগুলোই যথেষ্ট।    

পল ভ্যালেরি

 

মন্দলোকের উপহারে কোনো মাহাত্ম্য নেই।   

 উইরিপিডিস

 

সব নদীই সমুদ্রবক্ষে পতিত হয়; কিন্তু তবু সমুদ্র পূর্ণ হয় না।

ডাব্লিউ ই হেনলি

 

নীরবতা হলো জ্ঞানের মোক্ষম পন্থা।  

জর্জ বার্নার্ড শ

 

আশা ঘুম-ভাঙানিয়া স্বপ্নের মতো।    

—অ্যারিস্টটল

মন্তব্যসাতদিনের সেরা