kalerkantho

অমর বাণী

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই।    

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

দুনিয়ায় সবচেয়ে বড় হেঁয়ালি হচ্ছে মেয়েদের মন।    

 —কাজী নজরুল ইসলাম

 

ঈশ্বরের ছবি হলো প্রকৃতি।   

—দান্তে

 

জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।  

 —ডেল কার্নেগি

 

তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তার কথা ঠিকমতো বুঝতে পারছ।     

—বেকন

 

যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।    

—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

সফলতার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু কৃতকার্য হবে এমন আশা কোরো না।

—মাইকেল ফ্যারাডে

 

অসীমের দরজা খোলার সোনার চাবি হচ্ছে মৃত্যু।    

 —মিল্টন

 

ভালো জেনে লাভ নেই, যদি ভালো কাজকে অবহেলা করা হয়।     

—পাবলিসিয়াস

 

কল্পনা আমাদের এমন বিমূর্ততার মধ্য নিয়ে যায়, যখন কোনো বোধ থাকে না।

— দান্তে

 

কল্পনা হলো আত্মার চক্ষু।   

—জুবার্ট

 

মন্তব্য