kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনো বসে—বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে।     

—কাজী নজরুল ইসলাম

 

নেকড়ে শিশু শেষ পর্যন্ত প্রমাণ করে যে সে নেকড়েই।  

—শেখ সাদী

 

আমি পারব, আমি পারি, প্রমাণও উপস্থিত করতে সমর্থ—এটাই তো পৌরুষ।

—শচীন ভৌমিক

 

প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।   

—এমারসন

 

বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেল, সে একটি গুপ্তধন পেল।

 —নিটসে

 

জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।  

—ডেল কার্নেগি

 

তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তার কথা ঠিকমতো বুঝতে পারছ।

 —বেকন

 

যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।    

 —শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

আমি ওয়েটারের কাছে জানতে চেয়েছিলাম, ‘গ্লাসের এই দুধ কি টাটকা?’ তার জবাব ছিল, ‘জি, তিন ঘণ্টা আগে এই দুধ ঘাস ছিল।’

—ফিলিস ডিলার

 

মন্তব্যসাতদিনের সেরা