kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিখুঁত সম্পূর্ণতা মানুষের জন্য নহে, কারণ সম্পূর্ণতার মধ্যে একটা সমাপ্তি আছে।

 —রবীন্দ্রনাথ ঠাকুর

 

সেদিন খুব দূরে নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাইবে নারীরও জয়।

 —কাজী নজরুল ইসলাম

 

জীবন খুবই সরল, কিন্তু আমরা সেটা জটিল করে ফেলি।    

—কনফুসিয়াস

 

কর্মবিমুখ মেয়েরাই ধনীর ছেলে বিয়ে করতে চায়।    

—হেলেন বাউলেন্ড

 

পাগলামির টান ছাড়া প্রতিভাবান মেলে না।   

—সেনেকা

 

একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।

—জর্জ লিলো

 

বিদ্বান লোকই বড় কুঁড়ে, সে পড়াশোনা করেই সময় নষ্ট করে।

—জর্জ বার্নার্ড শ

 

চোখে দেখে যা পরখ করবে না, জীবনে তাকে কখনো সত্য বলে প্রচার করবে না।

 —শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

সত্যের নিজস্ব গতি আছে। আইনের জাদুতে তাকে রুদ্ধ করা সম্ভব নয়।

—শংকর

 

পুরনো বন্ধুদের সঙ্গে বোকামিও করা যায়, এটাই হলো পুরনো বন্ধুত্বের মাজেজা।

     —র‌্যালফ ওয়াল্ডো এমারসন

 

যৌবন করে না ক্ষমা প্রতি অঙ্গে অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে। অপরূপ উপহারে কখন সাজায় বোঝাও না যায়।

—বুদ্ধদেব বসু

 

মন্তব্যসাতদিনের সেরা