kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

মেয়েরা একটামাত্র কথাই গোপন রাখতে পারে—সে হলো তাদের বয়স।

—ভলতেয়ার

 

মানুষকে অপমান করো না, মানুষ সৃষ্টির সেরা জীব।  

—শেখ সাদী

 

উত্কৃষ্ট খাদ্যের সঙ্গে উত্কৃষ্ট বন্ধুর প্রয়োজন।  

—এমিলি ডিসিনসন

 

আমাদের শ্রান্তির অন্যতম কারণ একঘেয়েমি।  

—ডেল কার্নেগি

 

প্রত্যেক মানুষের কাছে এমন কিছু আছে আমি শিখতে পারি এবং সেখানে আমি তার শিষ্য।    

—এমারসন

 

বর্তমানের একটি দিন অনাগত ভবিষ্যতের দুটি দিনের সমান।  

—ফ্রাংকলিন

 

মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি কমে।    

—অজ্ঞাত

 

যুদ্ধের ভয়াবহতা ও অমানবিকতা কল্পনাতীত।  

—বার্ট্রান্ড রাসেল

 

শিক্ষার মাধ্যমে স্বাধীনতার সোনালি দরজা খুলে যায়।

—জর্জ ওয়াশিংটন ক্রেভার

 

নীরবতা হলো জ্ঞানের মোক্ষম পন্থা।  

—জর্জ বার্নার্ড শ

 

কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ।   

—এডিসন

 

মন্তব্যসাতদিনের সেরা