kalerkantho

অমর বাণী

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেত্যাগের দ্বারাই বলের পরিচয় ঘটে। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।  

—স্বামী বিবেকানন্দ

 

প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

—এমারসন

 

আমি সব সময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

—উইলিয়াম শেকসপিয়ার

 

যে লোক শুধু নিজের সম্পর্কে ভাবে সে অতিরিক্ত অশিক্ষিত।

—নিকোলাস মারে বাটলার

 

আমি তোমায় চোখ দিয়ে দেখি, কিন্তু বুঝি মন দ্বারা।

—জন স্টিল

 

যিনি প্রতিভাবান তিনি নিশ্চয়ই সত্যের পূজারি হবেন।

—গ্যেটে

 

অন্তরের শ্রদ্ধা, ভক্তি এবং সংস্কারগত ধারণা আর হৃদয়ের প্রেম একই বস্তু নয়।

—রাধারানী দেবী 

 

যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।  

—এ পি জে আবদুল কালাম

মন্তব্যসাতদিনের সেরা