kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

অমর বাণী

৫ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযে সত্যের কোনো নিয়ম নেই, বন্ধন নেই; সে তো স্বপ্ন, সে তো খেয়াল—সে তো স্বপ্নের চেয়েও মিথ্যা, খেয়ালের চেয়েও শূন্য।  

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

পোশাকে নয়, ব্যবহারেই ভদ্রতার পরিচয়।   

—প্রবাদ

 

যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।   

—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

সফলতার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু কৃতকার্য হবে এমন আশা কোরো না।

—মাইকেল ফ্যারাডে

 

বিজ্ঞান হলো সুশৃঙ্খল ও সঙ্ঘবদ্ধ জ্ঞান।  

—স্পেন্সার

 

বিড়ালের স্বভাবেই আছে ইঁদুর ধরা।    

—ইংরেজি প্রবাদ

 

দাড়ি কখনোই মানুষের সত্যিকারের মাপকাঠি ছিল না।    

—টমাস ফুলার

 

প্রকৃতির প্রতিরূপ ব্যতীত আর্ট আর কিছুই নয়।

—সিনেকা

 

শিক্ষা আত্মার একটি চোখ।

—জোনাথন সুইফট

 

নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে।   

—শেখ সাদী

 

মানুষই মানুষের নিকৃষ্টতম শত্রু।   

—সিসেরো

মন্তব্যসাতদিনের সেরা