kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

অমর বাণী

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুশিক্ষার লক্ষণ এই যে তা মানুষকে অভিভূত করে না, তা মানুষকে মুক্তি দান করে।   

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

দুনিয়াটা বইয়ের মতো। যারা ভ্রমণ করে না, তারা শুধু এর এক পৃষ্ঠাই পড়েন।

—সন্তু অগাস্টিন

 

ব্যর্থতা মানেই ভুল নয়, কোনো পরিস্থিতিতে এমন কিছু না করলে হয় না, যা শেষমেশ ব্যর্থ হয়।    

—বি এফ স্কিনার

 

আশা ঘুম-ভাঙানিয়া স্বপ্নের মতো। 

—অ্যারিস্টটল

 

স্বাস্থ্যই সম্পদ, সোনা বা রুপা নয়।   

—মহাত্মা গান্ধী

 

হৃদয় ও মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো।

—স্বামী বিবেকানন্দ

 

বিদ্যা মানুষের মনুষ্যত্ব বিকাশ সাধন করে।   

—হেরাক্লিয়াস

 

শিল্প দীর্ঘস্থায়ী এবং সময় ক্ষণস্থায়ী।   

—লং ফেলো

 

শিক্ষা আত্মার একটি চোখ।

—বেন জনসন

 

যে সত্যগুলো সর্বজনীন, সেগুলোই যথেষ্ট।

—পল ভ্যালেরি

মন্তব্যসাতদিনের সেরা