kalerkantho

অমর বাণী

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানুষ আগে সম্পূর্ণ যোগ্য হইবে তারপরে সুযোগ পাইবে, এই কথাটাই যদি সত্য হয় তবে পৃথিবীতে কোনো জাতিই আজ স্বাধীনতার যোগ্য হয় নাই।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

প্রখ্যাত জীবিত ব্যক্তিরও তুচ্ছ ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে, যেমন তুচ্ছ ব্যক্তিরও প্রখ্যাত ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে।

—টমাস ফুলার

 

মৃত্যুকে ভয় পাব কেন? জীবনের সবচেয়ে সুন্দর ও দুঃসাহসিক ঘটনাই হচ্ছে মৃত্যু।

—চার্লস ফ্রোহম্যান

 

কে আমাদের এক শ বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।

—আবদুল্লাহ আবু সায়ীদ

 

দুনিয়ায় আমরা এসেছি সমান হয়ে, যাবও সমান হয়ে।

—জর্জ মেসন

 

আদর্শবান লোকের বন্ধু কম থাকে।

—ডগলাস জেরল্ড

 

আত্মহত্যাই জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।

—নেপোলিয়ন

 

অন্ধেরা তোমাকে কখনো চশমার জন্য ধন্যবাদ দেবে না।

—টমাস ফুলার

 

আত্মা যার জীবন্ত তার বিনাশ নাই, তার দেহের মৃত্যু হতে পারে, কিন্তু নিজে অক্ষয় ও অমর।

—শেখ সাদী

মন্তব্য