kalerkantho

বৃহস্পতিবার । ১৮ জুলাই ২০১৯। ৩ শ্রাবণ ১৪২৬। ১৪ জিলকদ ১৪৪০

অমর বাণী

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সবই তার অধীন।   

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

পরের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ না রেখে নিজের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ রাখবে।   

—গৌতম বুদ্ধ

 

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।  

—জর্জ বার্নার্ড শ

 

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।

—কাজী নজরুল ইসলাম

 

যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের ‘না’-এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।

—অ্যালবার্ট আইনস্টাইন

 

বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নীচ কারো থেকে জ্ঞান এবং নীচু পরিবার থেকে শুভ লক্ষণা স্ত্রী—এসব গ্রহণ করা সংগত। 

—চাণক্য

 

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

—ডেল কার্নেগি

 

যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মের কথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনিই প্রকৃত ধর্মধর।  

—গৌতম বুদ্ধ

মন্তব্য