kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

অমর বাণী

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়োজনের খাতিরে অনেক ক্রুর কর্ম মানুষকে করতে হয়, কিন্তু সেগুলোকে ভুলতে পারাই মনুষ্যত্ব।

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

পরনিন্দা করার চেয়ে বসে বসে নিজের মাথার চুল ছেঁড়াও ভালো।    

—লুই জেমস

 

নিশ্চিত না হয়ে কোনো কিছুকেই সন্দেহ করো না।  

—হিলেয়ার বেলক

 

প্রতিটি শিশুর মধ্যেই থাকে তার পিতৃসত্তা।    

—হোরেস

 

মনের মোহ, চোখের নেশা ও যৌবনের আকর্ষণই তো পুরুষের প্রেম।

—আশুতোষ মুখোপাধ্যায়

 

যে নিজের প্রশংসায় পঞ্চমুখ, সে মস্ত বড় আহাম্মক।

—কুইন্টিলিয়ান

 

সব বিশ্বাসই ভঙ্গুর, একমাত্র কুকুরের বিশ্বাস ছাড়া।  

—কনরাড লরেঞ্জ

 

এমনভাবে জীবন যাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।   

—শেখ সাদী

 

গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক।

—প্লেটো

মন্তব্যসাতদিনের সেরা