kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

অমর বাণী

১০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেষ্টা করিলেই যে সকল সময়ে সিদ্ধিলাভ হয় তাহা না হইতেও পারে, কিন্তু চেষ্টা না করিয়া যে ব্যর্থতা তাহা পাপ, তাহা কলঙ্ক।  

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।  

—টমাস আলভা এডিসন

 

রং হচ্ছে প্রকৃতির হাসি।    

—লেই হান্ট

 

সবাই দুনিয়া বদলানোর কথা বলে; কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা বলে না।

—লিও তলস্তয়

 

বন্ধুরা জন্মায়, তৈরি হয় না।    

—হেনরি অ্যাডামস

 

আবিষ্কারে সহায়তা দেওয়াই হচ্ছে শিক্ষাদানের শিল্প। 

—মার্ক ভ্যান ডরেন

 

ভ্রমণে যেখানেই যাও, হৃদয়টা নিয়ে যাও।   

—কনফুসিয়াস

 

সব কিছুই মজার, যতক্ষণ সেটা অন্যের ক্ষেত্রে ঘটছে।    

—উইল রজার্স

 

দুটি বাগানের মধ্যে দুঃখ দেয়াল হয়ে দাঁড়ায়।

—কাহলির জিবরান

 

শান্তি আসে ভেতর থেকে, বাইরে থেকে নয়।

—গৌতম বুদ্ধ

 

ব্যক্তি অসহায় হয়ে গেলে সমাজ তার ওপর জেঁকে বসে।

—বি এফ স্কিনার

 

সুখী বিয়ের রহস্য চিরকালই গোপন থাকে।

—হেনরি ইয়ংম্যান

 

সিনেমার রহস্য হচ্ছে এটা একরকম ভ্রম।

—জর্জ লুকাস

 

পাগলামি মহত্ত্বের একটি অংশ।

—অ্যারিস্টটল

মন্তব্যসাতদিনের সেরা