kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

অমর বাণী

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবক্তা স্বামীর চেয়ে শ্রোতা স্বামী ঢের ভালো।   

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

বন্ধু, হৃদয় এমনি অবুঝ করো সে অধীন নয়; যারে চায় শুধু তারেই চায়—নাহি মানে লাজ ভয়।    

—কাজী নজরুল ইসলাম

 

প্রত্যেক বিচ্ছেদে বা বিদায়ে মৃত্যুর প্রতিবিম্ব আছে।  

—জর্জ ইলিয়ট

 

নিজের মেয়েমানুষের সঙ্গেও মেজাজ বুঝে রসিকতা করতে হয়। কথা বলতে হয়।

—সুব্রত সেন

 

একজন মৃত রাজা একজন সাধারণ মানুষের চেয়ে বেশি কিছু নয়।

—এ ই রবিনসন

 

বিদায় বেলায় বিরহ ব্যথায় আঁখি ওঠে ছলছলি, যাবার বেলা যে অপরে কাঁদায় তারেই মানুষ বলি।    

—জসীমউদ্দীন

 

যে বই পড়ে না, তার মধ্যে মর্যাদাবোধ জন্মে না।

—পিয়ারসন

 

যে লোক জানে তার ঠিক কত টাকা আছে, তাকে দুনিয়ার কোথাও বড়লোক বলা হয় না।

—শংকর

 

বয়স ভালোবাসার মতো, একে লুকিয়ে রাখা যায় না।    

—টমাস ডেককার

 

রক্ত পানি অপেক্ষা ঘন।

—জন রে

 

রক্ষণশীল চিন্তা-চেতনার ব্যক্তিরা বিশ্বের বিঘ্নস্বরূপ।   

—সাইরাস

মন্তব্য