kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ব্যক্তিত্ব

১৮ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্যক্তিত্ব

আবুল মনসুর আহমদ

সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্ম ৩ সেপ্টেম্বর ১৮৯৮ সালে ময়মনসিংহের ধানিখোলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহিম ফরায়জী এবং মা মীর জাহান বেগম। তিনি ১৯১৭ সালে নাসিরাবাদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯১৯ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে আইএ এবং ১৯২১ সালে ঢাকা কলেজ থেকে বিএ পাস করেন। কলকাতার রিপন ল কলেজ থেকে তিনি বিএল পাস করেন। ওই বছরই তিনি ময়মনসিংহে আইন ব্যবসা শুরু করেন। তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। ১৯২৩ থেকে ১৯২৬ সাল পর্যন্ত তিনি সাপ্তাহিক সোলতান ও মোহাম্মদীর সহকারী সম্পাদক ছিলেন। ১৯৩৮ সালে তিনি দৈনিক কৃষক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯২৯ সালে তিনি বাংলার প্রজা পার্টিতে যোগ দেন এবং ময়মনসিংহ জেলায় কৃষক প্রজা সমিতি সংগঠনের কাজ করেন। একই সময় তিনি ছিলেন ময়মনসিংহ জেলা কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং দীর্ঘ সময় দলের সহসভাপতি ছিলেন। ১৯৫৪ সালে তিনি ফজলুল হক মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন। বিদ্রূপাত্মক রচনার লেখক হিসেবেও তিনি সমধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : ‘আয়না’, ‘ফুড কনফারেন্স’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’। বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদকসহ নানা পুরস্কার লাভ করেন। ১৮ মার্চ ১৯৭৯ সালে তিনি মারা যান।

[বাংলাপিডিয়া অবলম্বনে]

মন্তব্যসাতদিনের সেরা