ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতির

শেয়ার
দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতির

স্বাধীনতার পর বাংলাদেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে উন্নয়নের রোল মডেল উপাধিতে ভূষিত। এ অর্জন দেশ ও জাতির জন্য বিরাট প্রাপ্তি। বাংলাদেশি মানেই ক্ষুধা, দারিদ্র্য, বন্যাকবলিত অসহায় মানুষের প্রতিচ্ছবি- এমনটাই বিশ্ববাসী জানতে পারত।

এখন ক্ষুধা-দারিদ্র্য মিউজিয়ামে। প্রতিটি ক্ষেত্রেই এসেছে অভাবিত সাফল্য। এ উন্নয়নের মূল চালিকাশক্তি দেশের জনগণ। তাদের ত্যাগ-তিতিক্ষা পরিশ্রম দায়িত্ব-কর্তব্য নিষ্ঠায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
উন্নয়নের দিকে ধাবমান হচ্ছে। আজ সারা পৃথিবীতে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে। বহির্বিশ্বে অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন কাজের মাধ্যমে প্রমাণ করছে বাংলাদেশিরা মেধা ও যোগ্যতায় অনন্য। বিদেশে কর্মরত শ্রমজীবী তৈরি পোশাকশিল্পের কর্মী ও কৃষককুল আমাদের অর্থনীতিতে রাখছে অসামান্য ভূমিকা।
মূলত এই তিন শ্রেণি-পেশার মানুষ দেশকে নিয়ে যাচ্ছে উন্নয়নের রোল মডেলে। এদিকে অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব দেশের উন্নয়নে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। মেরুদণ্ডহীন রাজনীতি দেশে সন্ত্রাস ও দুর্নীতি উপহার দিচ্ছে। অথচ রাজনীতি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, রাজনীতি হচ্ছে এখন পেটনীতি।
নিজেদের উদরপূর্তির দিকেই সবার বেশি নজর। ফলে দেশের সব স্বার্থবাজ, ধান্দবাজ, সুবিধাবাদি, টাউট-বাটপাররা রাজনীতির ছায়ায় আশ্রয় নিয়ে দেশকে নরকে পরিণত করছে। এ রাজনৈতিক নেতৃত্ব আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এ মুহূর্তে প্রয়োজন ছিল বঙ্গবন্ধুর মতো দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। দুর্ভাগ্য আমাদের। দুর্ভাগ্য জাতির।

মোহাম্মদ নুরুজ্জামান

আশুলিয়া, ঢাকা।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ