kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

'অতন্দ্রপদক' পেলেন ডায়মন্ড

রংবেরং প্রতিবেদক   

২২ নভেম্বর, ২০১০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে'অতন্দ্রপদক' পেলেন ডায়মন্ড

চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডকে অতন্দ্রপদক প্রদান করেছে কলকাতার 'অতন্দ্র সাংস্কৃতিক সংসদ'। এ সময় উপস্থিত ছিলেন অতন্দ্র সংসদের সভাপতি গঙ্গানন্দিনী, সাংবাদিক ও সাহিত্যিক বরুণ চক্রবর্তী, কবি ও নারীনেত্রী ঋতা বসু প্রমুখ। ১৯৫০ সালের নাচোল সাঁওতাল বিদ্রোহের ওপর নির্মিত সৈয়দ ডায়মন্ডের চলচ্চিত্র 'নাচোলের রানী' এবং তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র 'গঙ্গাযাত্রা'র জন্য ১৪ নভেম্বর তাঁকে এই পদক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে ষোড়শ কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগদানের জন্য 'গঙ্গাযাত্রা' ছবিটি নিয়ে এ সময় কলকাতায় অবস্থান করছিলেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

বিজ্ঞাপনসাতদিনের সেরা