ঈদের দ্বিতীয় দিন বাংলা ভিশনে প্রচার হবে আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় শিল্পীদের নিয়ে আড্ডানির্ভর অনুষ্ঠান 'তারা ভরা রাতে'। আইয়ুব বাচ্চুর সুরে গান গেয়েছেন এমন চার শিল্পীকে নিয়ে তৈরি অনুষ্ঠানটিতে আড্ডা দিয়েছেন। আবিদুর রেজা জুয়েল, রুপম, জেডি (প্রথম ডি-রক স্টার রানার আপ) এবং কান্তা। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু তাঁর আগামী একক অ্যালবামের দুটি অপ্রকাশিত গান গেয়ে শোনাবেন। অন্য শিল্পীরা প্রত্যেকে একটি করে গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে ঈদ নিয়ে গল্পসল্পে মেতে উঠেন শিল্পীরা। খাওয়া-দাওয়া ও ঈদের দিন কে কোথায় কিভাবে কাটান সেই বিষয়গুলো বলেছেন তাঁরা। আইয়ুব বাচ্চু বলেন, 'অনুষ্ঠানটিতে সবাই মিলে বেশ মজা করেছি। আমার ধারণা, দর্শকরাও ভীষণ উপভোগ করবেন।'
বিজ্ঞাপন