kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

অমিতাভ রেজার 'মায়া আর মৃত্যুর গপ্পো'

রংবেরং প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅমিতাভ রেজার 'মায়া আর মৃত্যুর গপ্পো'

বছরের দুই ঈদে দুটি কি একটি নাটক অথবা টেলিছবি নির্মাণ করেন অমিতাভ রেজা। এবার ঈদের জন্যও একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন তিনি। 'মায়া আর মৃত্যুর গপ্পো' নামে একটি নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন ৩ সেপ্টেম্বর থেকে। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবে। অমিতাভ রেজা ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নাট্যরূপে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। অমিতাভ রেজা বলেন, 'এটি একটি মায়া, প্রেম আর মৃত্যুর গল্প। নিতুর সঙ্গেই প্রেম ছিল মেধাবী মেডিক্যাল ছাত্র শোভনের। মা-ছেলে নিতুকেই বৌ হিসেবে ভেবে রেখেছিল পাঁচ বছর আগে। তারপর ঘটে নানা ঘটনা? এ নিয়েই নাটকের গল্প।' নাটকটি এনটিভিতে প্রচার হবে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা