kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

তিনজনের আড্ডা

   

১ সেপ্টেম্বর, ২০১০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিনজনের আড্ডা

শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে ম্যারাথন আড্ডায় বসেছিলেন অভিনেত্রী দিতি। ৩০ আগস্ট রাত ১১টায় এনটিভির স্টুডিওতে বসে এই আড্ডা। দেড় ঘণ্টাব্যাপী সে আড্ডায় মজার মজার সব গল্পে মেতে উঠেন শাকিব-অপু। দুজনের বেড়ে ওঠা, জুটি হয়ে কাজ, সাম্প্রতিক বিতর্ক, ঈদ ভাবনা, চলচ্চিত্র ভাবনা দর্শকের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। চাষী নজরুল ইসলাম, সোহানুর রহমান সোহান, জাকির হোসেন রাজু ও মিশা সওদাগর ভিডিও ক্লিপের সহায়তায় এ জুটি সম্পর্কে তাঁদের মতামত দেন। নির্মাণাধীন একটি ছবিতে শাকিব প্লেব্যাক করেছেন। দিতির অনুরোধে সে গানটির দুই লাইন গেয়েও শুনিয়েছেন শাকিব। প্রযোজক মো. নুরুজ্জামান অনুষ্ঠানটির নাম রেখেছেন 'নক্ষত্র যুগল'। ঈদের দিন সন্ধ্যায় এনটিভিতে প্রচারিত হবে এটি। লেখা : দাউদ রনি, ছবি : নয়ন কুমার

বিজ্ঞাপনসাতদিনের সেরা