kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাত বছরেও নতুন সেতু হয়নি

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশরীয়তপুর জেলার মধ্যে অন্যতম ব্যস্ত উপজেলা নড়িয়া। এই উপজেলার সঙ্গে জাজিরা উপজেলার ও ঢাকায় বসবাসরত নড়িয়ার মানুষের যোগাযোগ ও যাতায়াত হয়ে থাকে। কিন্তু নড়িয়া ও জাজিরা উপজেলাকে সংযুক্ত করা ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা সেতুটি অনুপযুক্ত হওয়ায় প্রায় সাত বছর ধরে সেটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এলজিইডির উদাসীনতায় সাত বছরেও শেষ হয়নি নতুন সেতুর কাজ।

বিজ্ঞাপন

অ্যাম্বুল্যান্স, বাস ও মালামালের গাড়িকে অতিরিক্ত ২৫ কিলোমিটার ঘুরে শরীয়তপুর সদর হয়ে নড়িয়ায় আসতে হয়। সেতুর কাজে চরম ধীরগতির কারণে নড়িয়া, সখীপুরের লক্ষাধিক মানুষের ঢাকায় যাতায়াতে যেমন ভোগান্তি হচ্ছে, পাশাপাশি পদ্মা সেতুর সুফলও পাওয়া যাচ্ছে না।

সিফাত রাব্বানী

নড়িয়া, শরীয়তপুর।

 সাতদিনের সেরা