kalerkantho

বুধবার । ৩০ নভেম্বর ২০২২ । ১৫ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

যানজটে ময়মনসিংহবাসীর দুর্ভোগ

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় সব সময়ই যানজট লেগে থাকে। যানজটে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পাটগুদাম ব্রিজ মোড় এবং শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় যানজটে নাগরিক জীবন নাকাল। শহরের পাটগুদাম ব্রিজ মোড়ের জ্যামে অসহনীয় অবস্থার মুখে পড়তে হয় তিন জেলার যাত্রীদের।

বিজ্ঞাপন

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এখানে জ্যাম থাকে। স্থানীয় ট্রাফিক পুলিশও কিংকর্তব্যবিমূঢ়। শহর মানেই রিকশা কিংবা অটোরিকশা; তার ওপর জনসংখ্যার ঘনত্ব তো আছেই। যানজট ও জনজট—এ দুই জট ময়মনসিংহ শহরের সড়ক যোগাযোগ জটিল করে রেখেছে। সেই সঙ্গে রিকশা ও অটো ভাড়া নিয়ে চলছে নৈরাজ্যকর অবস্থা। শহরবাসীর জীবনযাত্রার বাজেটে রিকশাভাড়া হয়ে উঠেছে এক নীরব আতঙ্কের নাম। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠবে। তাই ময়মনসিংহবাসীকে এই ভোগান্তি থেকে রক্ষা করতে অটো ও রিকশা ভাড়ার একটা পরিকল্পিত চার্ট তৈরিসহ যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

দেলোয়ার হোসেন রনি

ময়মনসিংহ।

 সাতদিনের সেরা