kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

ভৈরবে যানজট দূর করুন

৩ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের ভৈরব সদরের দুর্জয় মোড়ে তীব্র যানজট এখন নিত্যনৈমিত্তিক বিষয়। যানজটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়। এতে দূর-দূরান্তের যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়। গত ঈদুল আজহার সময় ভৈরবে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ভৈরবে তীব্র যানজট আগে দেখা যায়নি। কয়েক বছর ধরে এখানে যানজট তীব্র হওয়ার কারণ হচ্ছে মহাসড়কের শতাধিক অবৈধ বাস কাউন্টার ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট গড়ে ওঠা, ব্যাটারিচালিত অটোরিকশার সীমাহীন দৌরাত্ম্য ও স্থানীয় পরিবহন শ্রমিকদের নৈরাজ্য। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সিরাজুল ইসলাম

শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।সাতদিনের সেরা