kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি চায় জকিগঞ্জবাসী!

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের সীমান্তবর্তী জনপদ সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রায় ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বিদ্যুৎ নিয়ে এ অঞ্চলের মানুষের অভিযোগের শেষ নেই। বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিতে সামান্য ঝোড়ো হাওয়া কিংবা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে গেলেও আসার নাম থাকে না।

বিজ্ঞাপন

বছরের বাকি সময় অব্যাহতভাবে লোডশেডিং করা হয় কিংবা বিদ্যুিবভ্রাট দেখা দেয়। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়া, মোবাইল ফোন চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজ ব্যাহত হয়। গরমকালে বিদ্যুিবভ্রাটের কারণে অস্বস্তিতে সময় কাটাতে হয়। বিদ্যুৎ না থাকায় হা-হুতাশ করেন শয্যাশায়ী রোগীরা। উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহকের অভিযোগ জানানোর জন্য একটিমাত্র মোবাইল ফোন নম্বর রয়েছে। ২০-৩০ বার ফোন করেও অনেক সময় সংযোগ পাওয়া যায় না। কখনো ফোন রিসিভ করা হলেও অভিযোগের কোনো সমাধান মেলে না। জকিগঞ্জের বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুিবভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। জকিগঞ্জের মানুষের বিদ্যুৎ বিড়ম্বনা কমাতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং সরকারের বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবীর আল-নাহিয়ান

জকিগঞ্জ, সিলেট।সাতদিনের সেরা