kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

অটোরিকশার অতিরিক্ত ভাড়া

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅটোরিকশার অতিরিক্ত ভাড়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা। উপজেলার বিভিন্ন সড়কপথ, যেমন—ফুলবাড়িয়া থেকে ত্রিশাল, শিবগঞ্জ ও কেশরগঞ্জ, আছিম থেকে পোড়াবাড়ীসহ বিভিন্ন রুটে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন এসব রুটে শত শত সিএনজি নিয়মিত চলাচল করে। এদের কাছে ভাড়ার সরকারি কোনো চার্ট না থাকায় ইচ্ছামতো ভাড়া নিচ্ছে সাধারণ যাত্রীদের কাছ থেকে। পরিবহন নেতাদের সহযোগিতায় ইচ্ছা হলেই তারা ভাড়া বৃদ্ধি করছে। ভাড়া নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা ঘটে। এ নিয়ে চালকদের হাতে যাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে। ওই এলাকার ভাড়া কমিয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি এবং যথাযথ পদক্ষেপ কামনা করছি।

মো. আশরাফুল ইসলাম

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।সাতদিনের সেরা