kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সাঁকো সংস্কার জরুরি

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরের নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামে বলেশ্বর নদের ওপর নির্মিত সাঁকোটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঁকোটির রেলিং নেই, মরিচা ধরে স্টিলের পাটাতন নষ্ট হয়ে গেছে। এর ওপর বাঁশের পাটাতন ব্যবহার করা হচ্ছে। এভাবে জোড়াতালি দেওয়া সাঁকোটির ওপর দিয়ে মানুষের চলাচল করতে হচ্ছে। প্রায় দুই যুগ আগে নির্মিত পাতলা স্টিলের এই সাঁকোর বেশির ভাগ খুঁটি নড়বড়ে হয়ে গেছে। সাঁকোটি শিশুদের জন্য খুবই বিপজ্জনক। মরিচা পড়া ও ভাঙা স্টিল ও বাঁশের জোড়াতালির কারণে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। সাঁকোটির পশ্চিম ও পূর্বে ২ নম্বর নকলা ইউনিয়ন ও ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতের জন্য এই সাঁকোর ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সাঁকোটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হোক।

মো. সুখন

নকলা, শেরপুর।

 সাতদিনের সেরা