kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় চাই

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় চাই

উত্তরাঞ্চলের অবহেলিত জেলা গাইবান্ধা। বৃহৎ শিল্প বা ব্যবসাকেন্দ্র এ জেলায় গড়ে ওঠেনি। একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তা জেলার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এ জেলায় রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)। এখানে শত শত শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করছে। এই প্রতিষ্ঠানটিকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যেতে পারে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় হলে উত্তরের সাত জেলার শিক্ষার্থীদের জন্য কৃষি বিষয়ে উচ্চশিক্ষা সহজলভ্য হবে। এটিআইকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য সরকারকে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর জন্য বড় আকারের অর্থ ব্যয় করতে হবে না। ৮.০৫ একর জমির ওপর গড়ে ওঠা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাডেমিক ভবন, আবাসিক ভবন ও হোস্টেল সুবিধা রয়েছে। শহরের কোলাহলমুক্ত মনোরম পরিবেশে এর অবস্থান। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় উপকরণও এখানে রয়েছে। এরই মধ্যে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি গাইবান্ধাবাসীর প্রাণের দাবিতে রূপ নিয়েছে। তাই মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। এ বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য গাইবান্ধা জেলার পাঁচ সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি।

আহম্মেদ লিয়াস

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা।সাতদিনের সেরা