kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হোক

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হোক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নির্মিত জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি যেন কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে। নির্মাণ সম্পন্ন হওয়ার পরও অজানা কারণে দীর্ঘদিন ধরে স্টেশনটি চালু হয়নি। জানা গেছে, স্টেশনটির সরঞ্জাম সংগ্রহ ও কিছু জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃত কর্মীরা অন্য খাতে কর্মরত আছেন বলেও জানা গেছে। জামালগঞ্জে কেউ নদীতে ডুবে গেলে বা কোনো অগ্নিকাণ্ড ঘটলে জেলা সদর থেকে উদ্ধারকর্মীরা আসেন, যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। সম্প্রতি এক ব্যক্তি সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে যান। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে না পাড়ায় পরের দিন তাঁর মৃতদেহ খুঁজে বের করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। যদি কোথাও আগুন লাগে, তাহলে সুনামগঞ্জ থেকে অগ্নিনির্বাপক ইউনিট আসতে আসতে সব পুড়ে যায়। জামালগঞ্জে যখন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হয়, তখন মানুষের মনের আশা জেগেছিল। কিন্তু নির্মাণকাজ শেষে স্টেশনটির কোনো কার্যক্রম না থাকায় হতাশ জামালগঞ্জবাসী। স্টেশনটি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আসাদ বিন সফিক

শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ।

 সাতদিনের সেরা