kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

সংক্ষিপ্ত সিলেবাসের নামে বাণিজ্য বন্ধ করুন

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংক্ষিপ্ত সিলেবাসের নামে বাণিজ্য বন্ধ করুন

শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। কিন্তু সিলেবাস প্রকাশের পরপরই সংক্ষিপ্ত সিলেবাসের নামে বাণিজ্য শুরু করে দেয় শিক্ষা খাত ঘিরে থাকা অশুভ শক্তি। অনেক কোচিং সেন্টার, পুস্তক প্রকাশক, সংক্ষিপ্ত সিলেবাসের নামে নোট বই, সাজেশন ও হ্যান্ডনোট বের করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এর সঙ্গে জড়িয়ে পড়েছেন অনেক শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান। দুই পক্ষের যোগসাজশে চলছে এই বাণিজ্য। এর ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ বাড়ছে। করোনাভাইরাস মহামারির কারণে সীমিত আয়ের অভিভাবকদের আর্থিক অসংগতি বেড়ে গেছে। তাই প্রশাসনের উচিত এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।

লুত্ফর রহমান লাভলু

শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

মন্তব্য