kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটাতে হবে

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের কারণে থমকে আছে সরকারি চাকরির অনেক নিয়োগ পরীক্ষা। কিন্তু চাকরিপ্রত্যাশীদের বয়স থেমে নেই। করোনার কারণে গত এক বছরে খুব কমসংখ্যক নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এমন অনেক নিয়োগ কার্যক্রম রয়েছে, যা পাঁচ বছরের অধিক সময়েও সম্পন্ন হয়নি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কেন এত লম্বা সময় লাগে তার ব্যাপারে ভাবতে হবে। দেশে বেকার সংখ্যা বৃদ্ধির পেছনে এই ধীরগতির নিয়োগ প্রক্রিয়াও দায়ী। তাই নিয়োগ প্রক্রিয়ার জটিলতা দ্রুত সমাধান করে শিক্ষিত তরুণদের যত দ্রুত সম্ভব দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। চাকরিপ্রত্যাশীদের সংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম থাকায় চাকরিপ্রার্থীরা একাধিক সুযোগ প্রত্যাশা করেন। সে জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিও উঠেছে। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া তিন থেকে পাঁচ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

মো. আশরাফুল ইসলাম সুমন

শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

মন্তব্য