kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

বাঁশখালীতে বেহাল সড়ক

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের সর্বদক্ষিণের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। সড়কটির ছনুয়া বাজার থেকে দক্ষিণ ছনুয়া ঠেকপাড়া পর্যন্ত লোকজনকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার সময় এই সড়কটিতে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ছনুয়া বাজার থেকে আরব শাহ বাজার ও ঠেকপাড়া পর্যন্ত সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনো উদ্যোগের কথা জানা যাচ্ছে না। অথচ বাঁশখালীর বিপুল পর্যটন সম্ভাবনা রয়েছে। বলা হয়, রাস্তাঘাটের উন্নতি হলে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে দ্বিতীয় কক্সবাজার হবে বাঁশখালী। এখানে রয়েছে বাঁশখালী ইকোপার্ক, বেলগাঁও চা বাগান, বাহারচরায় অবস্থিত বাঁশখালী সমুদ্রসৈকত, ছনুয়া নৌবাহিনীর ক্যাম্প ইত্যাদি। জনগণের ভোগান্তি দূর এবং পর্যটন সম্ভাবনা বাড়াতে এই রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।

জমির উদ্দিন

ছনুয়া, বাঁশখালী, চট্টগ্রাম।

মন্তব্য