kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

ভোলা-বরিশাল সেতু দ্রুত হোক

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভোলা-বরিশাল সেতু দ্রুত হোক

দ্বীপ জেলা ভোলার সঙ্গে বিভাগীয় শহর বরিশাল এবং রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশের সরাসরি সড়ক সংযোগ নেই। অপার সম্ভাবনাময় জেলা ভোলায় রয়েছে পর্যাপ্ত গ্যাস, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া নারকেল, সুপারি, ধান ও মহিষের দুধের দইয়ের জন্য রয়েছে এ জেলার বিশেষ খ্যাতি। রয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। অথচ জেলাটি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। বর্তমানে ফেরি ও অন্য নৌযানের মাধ্যমে সড়কপথে ভোলার সঙ্গে সংযোগ চালু রয়েছে। সরাসরি সড়ক সংযোগ না থাকায় ভোলা থেকে অন্য জেলাগুলোতে পণ্য আনা-নেওয়া বেশ কঠিন। এর নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে। এ বিষয়গুলো বিবেচনা করে সরকার ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশালের লাহারহাট ফেরিঘাট পর্যন্ত সেতুর সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। ২০১৩ সালে সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু হয়। কিন্তু আজ পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। আমরা জানি, এটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একটি প্রকল্প। জেলাবাসী মনে করে, তাদের কষ্ট লাঘব করতে ও জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সেতুটি খুবই প্রয়োজন। দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

মো. ইলিয়াছ হোসাইন

লালমোহন, ভোলা।

মন্তব্য