kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

করোনায় উচ্চশিক্ষায় মূল্যায়ন প্রসঙ্গে

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
করোনায় উচ্চশিক্ষায় মূল্যায়ন প্রসঙ্গে

করোনাভাইরাস মহামারির কারণে বর্তমানে স্কুল ও কলেজ পর্যায়ে অ্যাসাইনমেন্টভিত্তিক শিক্ষা কার্যক্রম চলছে। এসব শ্রেণিতে বার্ষিক মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে। গত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে; কিন্তু উচ্চশিক্ষা শুধুই অনলাইন ক্লাসে সীমাবদ্ধ রয়েছে। ফলে আটকে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার বিষয়টি। তৈরি হচ্ছে সেশনজট। নানা প্রতিকূলতায় অনলাইন পাঠ কতটা ফলপ্রসূ হচ্ছে এবং সবার অংশগ্রহণ কতটা সম্ভব হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এসব নিয়ে শিক্ষার্থীদের মনে চরম হতাশা কাজ করছে। উচ্চশিক্ষা শেষে চাকরিতে প্রবেশের বয়সসীমাও কমে আসছে। এ অবস্থায় সেশনজট নিরসন এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়ন ও উত্তীর্ণ হওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

রেহেনুমা সেহেলী কবির

শিক্ষার্থী, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

মন্তব্য