kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ইজি বাইকের নকশায় ত্রুটি দূর করুন

১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইজি বাইকের নকশায় ত্রুটি দূর করুন

দেশের প্রত্যন্ত অঞ্চলে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত ইজি বাইক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সাশ্রয়ী এবং তুলনামূলক দাম কম হওয়ায় মফস্বল শহর ও গ্রামীণ সড়কে এর চাহিদা বেড়েছে। একই সঙ্গে দুর্ঘটনাও বেড়েছে আশঙ্কাজনকভাবে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে এই বাহনের যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে বলে বিশেষজ্ঞদের মাধ্যমে জানা গেছে। বিশেষ করে নারী যাত্রীরা বেশি ভুক্তভোগী। গাড়িটির চালকের আসনের ঠিক পেছনের নিম্নভাগে ফাঁকা জায়গা থাকায় নারী যাত্রীদের ওড়নার অংশ নিচে পড়ে গিয়ে মোটরের সঙ্গে লেগে যায়। এর ফলে গলায় ফাঁস লাগা কিংবা গাড়ি থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ধরনের ঝুঁকি এড়াতে যাত্রীদের সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে ইজি বাইকের নির্মাণ ত্রুটি দূর করার পদক্ষেপ নেওয়া উচিত।

চন্দন মণ্ডল শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।