দেশে মহাসড়কগুলোর পাশে রয়েছে অনেক রেস্টুরেন্ট। কিন্তু রেস্টুরেন্টগুলো মানছে না কোনো নিয়ম-কানুন। তাদের ইচ্ছামতো খাবারের দাম নির্ধারণ করে। বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক দাম রাখা হয়। মাত্রাতিরিক্ত দামের কারণে যাত্রীরা অস্বস্তিতে পড়ে। অতিরিক্ত অর্থ দিয়েই খেতে বাধ্য হয়, কেউ কেউ না খেয়েই যাত্রা শেষ করে। অতিরিক্ত দাম নিয়ে অনেক রেস্তোরাঁয় গ্রাহকদের সঙ্গে ঝামেলাও তৈরি হয়। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম নির্ধারণে নীতিমালা জারি এবং তদারকির ব্যবস্থা করা হোক।
সিরাজুল হোসাইন
ঢাকা কলেজ।
মন্তব্য