kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

যেখানে-সেখানে কফ-থুথু ফেলা বন্ধ করতে হবে

১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযেখানে-সেখানে কফ-থুথু ফেলা বন্ধ করতে হবে

ঘর থেকে বাইরে বের হলেই অনেককে রাস্তায়, ফুটপাতে, জনসমাগমস্থলে অবলীলায় কফ-থুথু ফেলতে দেখা যায়। এটা শুধুই নোংরা বা অপরিচ্ছন্নতার বিষয় নয়, বরং এ বদ অভ্যাসের কারণে প্রকৃতিও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেখানে-সেখানে কফ-থুথু ফেলায় অনেক রোগজীবাণুর বিস্তার ঘটে। যেহেতু এটি ভেজা অবস্থায় থাকে; তাই ভাইরাস জীবিতও থাকে অনেকক্ষণ। এর ফলে সরাসরি বাতাসের সংস্পর্শে এসে থুথু-কফ থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কফ-থুথুর মাধ্যমে করোনাভাইরাস, যক্ষ্মা, ব্রংকাইটিসসহ বহু রোগের বিস্তার ঘটতে পারে। আবার মানবিক দিক বিবেচনায় আমাদের সমাজের শারীরিকভাবে অক্ষম অনেক ব্যক্তি মাটিতে ভর করে কিংবা হুইলচেয়ারে চাকায় হাত রেখে চলাফেরা করেন। এসব মানুষ অনেক সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা কফ-থুথু এড়িয়ে যেতে পারে না। ফলে রোগজীবাণুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি ভারতে কিছু এলাকায় আইন হয়েছে এবং জরিমানারও বিধান রয়েছে। জনগণকে সচেতন করার সঙ্গে সঙ্গে আইন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আকিজ মাহমুদ

ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মন্তব্যসাতদিনের সেরা