খোলা আকাশের নিচে ফুটপাত, রাস্তার ধারে, যাত্রীছাউনিতে, রেলস্টেশন কিংবা ব্রিজের নিচে অসংখ্য সহায়-সম্বলহীন ভাসমান মানুষ বাস করে। বিভিন্ন সচ্ছল ব্যক্তি ও সামাজিক সংগঠন তাদের সহায়তা করে। তবে সবার কাছে এ সহায়তা পৌঁছে না। প্রতিবছর ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ছে। সরকারের পক্ষ থেকেও এসব মানুষের জন্য স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ চোখে পড়ে না। সম্প্রতি বিপুল পরিমাণ টাকা খরচ করে ভাসানচরে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রত্যেক রোহিঙ্গা পরিবার পাচ্ছে আলাদা ঘর, রান্নার ব্যবস্থা, বিদ্যুৎ, পানি আর পয়োনিষ্কাশন সুবিধা এবং শিশুরা পাচ্ছে খেলার মাঠ। দেশের ছিন্নমূল মানুষের জন্যও এ ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ দেশে আর্থ-সামাজিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।
আরিফুল ইসলাম
চট্টগ্রাম বন্দর কলেজ।
মন্তব্য