kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

করোনা ঠেকাতে প্রকাশ্যে ধূমপান বন্ধ করুন

৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা ঠেকাতে প্রকাশ্যে ধূমপান বন্ধ করুন

এই করোনাভাইরাস মহামারির সময়েও সর্বত্র প্রকাশ্যে ধূমপান চলছে। অথচ জনসমাগমে ধূমপায়ী ছাড়া ধোঁয়ায় আশপাশে অবস্থানরত ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মানুষের কথা বলা, হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট বের হয় এবং এটি করোনাভাইরাস ছড়ানোর প্রধান উপায়। ধূমপানের সময়ও একইভাবে ড্রপলেট বের হতে পারে। তাই প্রকাশ্যে ধূমপানের ফলে দ্রুত করোনার বিস্তার ঘটতে পারে। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় মানুষের প্রকাশ্যে ধূমপান করোনার দ্বিতীয় ঢেউকে ত্বরান্বিত করতে পারে। প্রকাশ্যে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। ২০১৩ সালের ধূমপান ও তামাকজাতদ্রব্য আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপানের অপরাধে জরিমানার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে আইনটির প্রয়োগ দেখা যায় না। এ অবস্থায় করোনার বিস্তার রোধে প্রকাশ্য ধূমপান বন্ধে ব্যবস্থা নেওয়া হোক।

নূরে আলম সিদ্দিকী শান্ত

শিক্ষার্থী, বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা