স্বাস্থ্য বিভাগের নিয়ম-নীতি ছাড়াই দেশের আনাচকানাচে, পাড়া-মহল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু এসব রোগ নির্ণয়কেন্দ্র নিজেই অসুস্থ। এগুলোতে নেই ন্যূনতম স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ান। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ভবনের এক কোনায় দু-একটি কক্ষ নিয়ে ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে অনেকে। রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হন। অনেক সময় বিচ্ছিন্ন কিছু অভিযান ছাড়া এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এ অবস্থায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
হাচান মাহমুদ শুভ
শিক্ষার্থী, এমবিবিএস প্রথম বর্ষ, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ।
মন্তব্য