সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চায়। এরই মধ্যে দেশের প্রায় সব এলাকায় বিদুৎ পৌঁছে গেছে। তবে গ্রামগঞ্জে নিরাপদ বিদ্যুৎ লাইন নিশ্চিত করার ব্যাপারে নজর নেই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর। অথচ অনেক শহরে প্লাস্টিক মোড়ানো বিদ্যুৎ লাইন এবং বড় শহরগুলোতে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ দেখা যাচ্ছে। গ্রাম ও শহরের মধ্যে এটা আরেক বৈষম্য। মফস্বল এলাকায় নিরাপদ বিদ্যুৎ লাইন না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। হালকা ঝড়-বাতাসে গাছের ডালপালা ভেঙে লাইনে ছিঁড়ে পড়ে। মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে অনেকে মারা যায়। কর্তৃপক্ষ প্রায়ই বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা কেটে ফেলে। এতে গাছের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বৃক্ষরোপণ কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। তাই এই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে প্লাস্টিকে মোড়ানো বিদ্যুৎ লাইন ব্যবহার করলে মফস্বলে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।
ইমতিয়াজ হাসান রিফাত
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মন্তব্য