রাজধানী ঢাকার রূপনগর একটি জনবহুল এলাকা। অথচ এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নেই। সাধারণ রোগশোকে ভোগা রূপনগরবাসীকে ঢাকা মেডিক্যাল কলেজ বা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়; কিন্তু যানজটের নগরীতে হাসপাতালে পৌঁছা এবং চিকিৎসা পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই রূপনগর এলাকায় একটি সরকারি হাসপাতাল করার উদ্যোগ নিক সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এতে রূপনগর ও আশপাশের এলাকার লোকজন উপকৃত হবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।
মন্তব্য