জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য অনেককে নানা রকম ঝামেলা পোহাতে হয়। তথ্য সংগ্রহকারী কিংবা প্রিন্টের ভুলের জন্য যথাযথ তথ্য দেওয়ার পরও অনেকের নিজের বা মা-বাবার নাম, জন্মতারিখ কিংবা অন্য কোনো তথ্য প্রায়ই ভুল ছাপা হয়। এই ভুল সংশোধনের জন্য কার্ডধারীকে আবার নিকটস্থ নির্বাচন অফিসের মাধ্যমে ব্যাংকে কিংবা অনলাইনে আবেদনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হচ্ছে, যা ভোগান্তির কারণ। এ ধরনের ভুল যেহেতু কার্ডধারী নিজে করেন না, তাই সম্পূর্ণ বিনা মূল্যে সংশোধন করার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আব্দুর রহমান
শিক্ষার্থী, ইসলামী শিক্ষা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
মন্তব্য