kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা কাজে লাগান

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বায়নের যুগে আধুনিক সমাজকর্ম একটি ব্যাবহারিক বিজ্ঞান ও পেশার সমন্বয় হিসেবে বেশ পরিচিত। অনেক আগে থেকেই আমাদের দেশে সৃষ্টি হচ্ছে নানা আর্থ-সামাজিক সমস্যা। যেমন—আত্মহত্যা, বিবাহবিচ্ছেদ, শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে সামাজিকীকরণের সমস্যা, প্রবীণদের নিরাপত্তাহীনতা, অপরাধপ্রবণতা প্রভৃতি। এসব আর্থ-সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা খুবই কার্যকরী। তা ছাড়া দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, ক্ষুদ্রঋণের ব্যবহার, শিক্ষা-স্বাস্থ্য-পুষ্টি, মানবাধিকার, অপরাধ, কিশোর অপরাধ, মানবপাচার, পরিবেশ-জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এ ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার প্রয়োগ অধিক ফলপ্রসূ। তাই সমাজকর্মের বিশেষ তাৎপর্য হচ্ছে, এটি ব্যক্তির খুব কাছাকাছি থেকে ব্যক্তির সমস্যাগুলোকে উপলব্ধি করে এবং এসব সমস্যার সন্তোষজনক সমাধান দেওয়ার চেষ্টা করে। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কিন্তু এসবের প্রয়োগ নিয়ে জরুরি পদক্ষেপ নেই। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি চাই।

রাজু আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা