kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

বিধবাদের বঞ্চনা দূর করুন

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিধবাদের বঞ্চনা দূর করুন

সরকার শতভাগ পেনশন সমর্পণকারীদের অবসরের ১৫ বছর পর পেনশনে ফিরিয়ে তাঁদের প্রতি উদারতা দেখিয়েছে নিঃসন্দেহে। কিন্তু তাঁদের বিধবারা এখনো পদে পদে অবহেলিত ও বঞ্চিত। প্রথমত দেনদরবারের পর ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে তাঁদের মাসিক চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদের মতো উৎসব ভাতায় বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না। এ ছাড়া অনেক ক্ষেত্রে উৎসব ভাতা নির্ধারণ করা হচ্ছে স্বামীর পরিবর্তে স্ত্রীর বয়সের ভিত্তিতে। যদিও স্বামীর চাকরি, বেতন ও বয়সই ভাতার মূল উৎস। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা ও নির্দেশনা প্রয়োজন। অন্যরা বাংলা নববর্ষ ভাতা পেলেও তাঁরা পাচ্ছেন না। স্বামী পেনশনে পুনস্থাপনের যোগ্যতা অর্জন করে পুনস্থাপনের আগেই  মারা গেছেন। স্বামীর ও নিজের পেনশন কোনোটিই পাচ্ছেন না। আবার যে স্বামী অবসরের পর মারা গেছেন, তাঁর স্ত্রী স্বামীর অবসরের ১৫ বছর পরও জীবিত আছেন। কিন্তু তাঁর পেনশনের কোনো খবর  নেই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে পেনশনে পুনস্থাপনের পর মৃতদের বিধবাদেরও পেনশন দেওয়া হচ্ছিল না, যা হিসাব মহানিয়ন্ত্রকের সুপারিশে সম্প্রতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুনজর চাই।

ওয়াহিদুল ইসলাম আখন্দ

সেনপাড়া পর্বতা, ঢাকা।

মন্তব্যসাতদিনের সেরা