kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

কীটনাশকের সুষম ব্যবহার

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজৈবিক পদ্ধতিতে ফসলের পোকা নিধন অনেক সময়সাপেক্ষ এবং কার্যকারিতাও কীটনাশকের তুলনায় কম। দ্রুত এবং অধিক কার্যকারিতার আশায় সাধারণ কৃষক কোনো ধরনের নিয়ম-নীতি না মেনেই বেপরোয়াভাবে ব্যবহার করছে কীটনাশক। বর্তমানে ধান, গম, আলু, মরিচ, বেগুনসহ সব ধরনের ফসল ও সবজিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। ফলে একদিকে যেমন দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তেমনি হুমকির মুখে পড়ছে মানবস্বাস্থ্য। মানুষের সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কীটনাশকের ক্ষতিকর দিক এরং এর সুষম প্রয়োগ নীতি সম্পর্কে সাধারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ রক্ষায় জৈবিক পদ্ধতিতে ফসলের পোকা নিধনের উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সাধারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও স্থানীয় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

মো. ফুয়াদ হাসান

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্যসাতদিনের সেরা