kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

অপরাধীদের দ্রুত শাস্তি চাই

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন বাড়ছে। আধুনিকতা, আকাশ সংস্কৃতি, বিত্তবাসনা, অপ্রথাগত সম্পর্ক ও মাদকের অভিশাপ অনেক পরিবারের পরিবেশ বিষিয়ে তুলছে। দেশে ক্রমেই বেড়ে চলছে বিকৃত ও বীভৎস খুনের ঘটনা। আপনজনরাও ঘটাচ্ছে অবিশ্বাস্য খুনখারাবি। ভাই খুন করছে ভাইকে, স্ত্রী খুন করছে স্বামীকে, স্বামী পুড়িয়ে মারছে স্ত্রীকে, মা খুন করছে সন্তানকে। শুধু যে খুন করছে তা-ই নয়, খুনের পর লাশ রাখা হচ্ছে শয়নকক্ষে, সেপটিক ট্যাংকে, পানির ট্যাংকে, রাস্তায়, বস্তার ভেতরে, ড্রেনে কিংবা ডাস্টবিনে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, শিক্ষা, ধর্ম ও সামাজিক মূল্যবোধের যেমন সক্রিয়তা দরকার, তেমনি দরকার আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। সামগ্রিকভাবে বিচার ও শাস্তি নিশ্চিত করার বিষয়টি যথেষ্ট জোরালো নয়। পুলিশ বাহিনীর প্রচেষ্টা ও সদিচ্ছায় পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব, যদি তারা নিরলসভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে। সরকারের কাছে অনুরোধ, সঠিক তদন্তের মাধ্যমে সব ধরনের অপরাধীকে দ্রুত যথোপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।

মো. ইরফান চৌধুরী, চট্টগ্রাম।

 

মন্তব্যসাতদিনের সেরা