kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

গ্রামীণ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্রামীণ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি

শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। কিন্তু বাংলাদেশের গ্রামীণ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোথাও কোথাও চলছে অনিয়ম, ক্লাস না নেওয়া এবং শিক্ষকদের অনুপস্থিতি। এতে গ্রামীণ ছোট ছেলে-মেয়েরা শিক্ষার ভিত গড়তে পারছে না। ফলে প্রাথমিকে অনেক ছাত্র ঝরে পড়ে। বেতন বাড়লেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে তদারকির অভাবে শিক্ষকরা যেনতেন করেই বছর পার করছেন, যা শিক্ষার মানে অবনতি ঘটাচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সঠিক পরিচর্যা না করলে মেধা বিকাশ সম্ভব নয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এতে নজর দেন, তাহলে ভালো ফল আশা করা যেতে পারে। একই সঙ্গে শিক্ষা ও মেধাবীর সংখ্যা বাড়বে, প্রত্যাশিত সমাজ ও জাতি গড়ে উঠবে। তাই উপজেলা বা জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে অনুরোধ, গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বৃদ্ধি করে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করুন।

আব্দুস সালাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

মন্তব্যসাতদিনের সেরা